কানপুরে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ সামনে রেখে নিরাপত্তা নিয়ে যত আলোচনা, কাল গ্রিন পার্ক স্টেডিয়ামে শান্তদের প্রথম দিনের অনুশীলনে অন্তত সেটির প্রভাব খুব একটা দেখা যায়নি। একটি আন্তর্জাতিক খেলা আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে ধরনের নিরাপত্তা দিয়ে থাকেন, কানপুরে হয়তো একটু বেশিই থাকছে। তবে নিরাপত্তার চাদরে সব স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন তাঁরা।
কাল যেমন সংবাদ সম্মেলনকক্ষে উত্তর প্রদেশের পুলিশের অতিরিক্ত ডিসিপি রাজেশ শ্রীবাস্তবসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ বৈঠক করেছেন। যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রতিনিধিরাও। সভা শেষে রাজেশ শ্রীবাস্তব জানিয়েছেন, ‘ফুল প্রুফ’ নিরাপত্তায় হবে কানপুর টেস্ট।