দিনাজপুর শহরের বালুবাড়ির জাহানারা বেগম সংসারে একটু সচ্ছলতার আশায় ২০১১ সালের নভেম্বরে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির পপুলার ডিপিএস প্রকল্পের অধীনে মাসে ১০০ টাকা জমা দেওয়ার একটি ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) খোলেন। এক যুগ ধরে প্রতি মাসে কিস্তি চালিয়ে যান।
এর মধ্যে জাহানারার সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁর স্বামী অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। দুই সন্তানের পড়াশোনাসহ সংসারের খরচ জোগাতে বাধ্য হয়ে তাঁকে অন্যের বাসায় কাজ নিতে হয়। তবে আশা ছিল যে ডিপিএসের টাকা পেলে কিছু একটা করে সংসারের হাল ঘোরাবেন। কিন্তু সেই ডিপিএসের মেয়াদ ২০২৩ সালের নভেম্বরে পূর্ণ হলেও এখনো টাকার মুখ দেখেননি জাহানারা।