দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত নিম্নমানের কোম্পানির সংখ্যা আরও বেড়েছে। একসঙ্গে ২৮ কোম্পানিকে নতুন করে জেড শ্রেণিভুক্ত করেছে ডিএসই। এর ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে প্রায় এক–পঞ্চমাংশ এখন ‘জেড’ শ্রেণিভুক্ত।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মেনে এসব কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। নতুন এ সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এতে জেড শ্রেণিভুক্ত কোম্পানির সংখ্যা ৫৬ থেকে বেড়ে ৮৪টিতে উন্নীত হবে, যা শতকরা হিসাবে প্রায় ২১ শতাংশ। বর্তমানে দেশের শেয়ারবাজারে মোট তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের সংখ্যা ৩৯৭টি।