টুইটার কিনে নেওয়ার পর থেকেই ইলন মাস্ক একের পর এক পরিবর্তন আনছেন জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপে, যার ফলে শুরু হয়েছে নানা মুখী বিতর্ক।
এমনই এক পরিবর্তন আসতে চলেছে প্ল্যাটফর্মটির ব্লক ফিচারে। ব্যবহারকারী যাদেরকে ব্লক করেছেন, এবার তাদেরকেও পোস্ট দেখার সুযোগ করে দেবে এক্স। এক্সের এক পোস্টে ইলন মাস্ক এমনই ইঙ্গিত দিয়েছেন।
এমন অবস্থায় অনেকেই চাইতে পারেন এক্স ব্যবহার বন্ধ করে দিতে। কীভাবে নিজের এক্স অ্যাকাউন্ট ডিলিট করবেন সে বিষয় একটি প্রতিবেদন লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট। চলুন জেনে নেওয়া যাক তার বিস্তারিত।