থাইল্যান্ডের রাজা বিবাহ সমতা বিল সই করে তা আইনে পরিণত করেছেন, যার ফলে সমকামী যুগলরা আইনসম্মতভাবে বিয়ে করতে পারবে।
এর মধ্য দিয়ে থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ায় সমকামী বিয়েকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হল।
সমকামী বিয়ে সংক্রান্ত বিলটি গত জুনেই থাইল্যান্ডের পার্লামেন্টে পাস হয়েছিল। এরপর এতে কেবল রাজার অনুমতি প্রয়োজন ছিল।
এবার থাই রাজা মাহা ভাজিরালংকর্ন বিলটি সই করার পর মঙ্গলবার আইনটি রাজকীয় গেজেটে প্রকাশ করা হয়েছে। আগামী ২২ জানুয়ারী থেকে এটি কার্যকর হবে।