২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, তা নির্ধারণের প্রক্রিয়া নতুন করে শুরু করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। গত বছর মে মাসে ২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু মিলানের সান সিরোর নাম ঘোষণা করেছিল উয়েফা। কিন্তু সান সিরোকে এই ফাইনাল আয়োজন থেকে বাদ দেওয়ার পর নতুন ভেন্যু ঠিক করার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।
এসি মিলান ও ইন্টার মিলানের মাঠ সান সিরোয় সর্বশেষ ২০১৬ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সেই ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। গত বছরের মে মাসে সান সিরোকে ২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু হিসেবে বেছে নেওয়ার পাশাপাশি ২০২৬ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু হিসেবে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনার নাম ঘোষণা করেছিল উয়েফা।