ক্রীড়াঙ্গনেও সংস্কার শুরু হয়েছে। হওয়াই উচিত। তবে এই সংস্কারে খেলাধুলা নামের বিষয়টা সরকারের ‘ফোর্থ সাবজেক্ট’ থেকে আবশ্যিক বিষয় হয়ে উঠলে খুব খুশি হতাম। সামগ্রিক বাতাবরণে মনে হচ্ছে, সেটা হওয়ার নয়।
চারদিকে সাধারণ মানুষের হাহাকার ও দাবিনামার এমন হিড়িক ও হুজুগ উঠেছে সেগুলো মেটাতেই সরকারের নাভিশ্বাস উঠছে। নৈরাজ্যকর পরিস্থিতি সামলে দেশে শৃঙ্খলা ফেরানোর কাজটাই চ্যালেঞ্জিং হয়ে গেছে। এমন সমস্যাসংকুল পরিস্থিতির মধ্যে ক্রীড়াঙ্গন নিয়ে খুব বিলাসী স্বপ্ন দেখার হয়তো সুযোগ নেই।
সত্যি বললে, সুযোগটা ভালো ছিল আওয়ামী লীগ সরকারের আমলে। শেখ হাসিনার গায়েও ছিল ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর ট্যাগ। খেলাধুলায় তার ব্যাপক আগ্রহ ও অনুরাগের কথা বলতেন অনুসারীরা। তবে তা নিয়ে অনেক সন্দেহ আছে।