‘ব্যাংকিং কমিশন’ই হোক আর ‘ব্যাংকিং টাস্কফোর্স’ই হোক—এগুলো কেন? এত কথা বলার দরকার নেই। ব্যাংকিং খাতের সমস্যার মূলে, সব সমস্যার মূলে হচ্ছে ‘খেলাপি ঋণ’ (ক্লাসিফাইড লোন)। খেলাপি ঋণ কী? এখানে ‘খেলাপি’ হচ্ছে শর্ত খেলাপি। ঋণদানের সময় কিছু শর্ত থাকে—বিশেষ করে কত দিনের মধ্যে ঋণ পরিশোধ হবে, কিস্তি কী ইত্যাদি। এর খেলাপ হলেই প্রধানত একে খেলাপি ঋণ বলে। এটা কেন হয়? কারা দায়ী এর জন্য? বিশাল এক প্রশ্ন। সহজ কোনো উত্তর নেই।
কেউ ‘খেলাপি’ হতে পারে রাজনৈতিক কারণে, প্রাকৃতিক কারণে, প্রযুক্তির কারণে। আবার তা হতে পারে ইচ্ছাকৃত। সামর্থ্য আছে পরিশোধের, কিন্তু ইচ্ছা নেই। রাজনৈতিক কারণ কীভাবে? এই যেমন বর্তমানে ছাত্র আন্দোলনের ফলে মাস দেড়েক যাবৎ উৎপাদন, বেচাকেনা বিঘ্নিত। সাপ্লাই চেইন বিঘ্নিত। মিল-ফ্যাক্টরি পুড়েছে, উৎপাদন বন্ধ হয়েছে বা হচ্ছে শ্রমিকদের আন্দোলনে। এসব কারণে ব্যবসায়ীরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁরা অনেকেই ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না। কিস্তি দিতে পারছেন না। রয়েছে ব্যবসায়িক কারণ। যেমন তেলের সংকট, বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, ডলারের সংকট, ঋণপত্র খোলার সংকট। এসব কারণে ব্যবসা ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। তাঁরা কিস্তি দিতে পারছেন না। হচ্ছেন ঋণখেলাপি।