চট্টগ্রাম নগরীর যানজট নিরসন, জলাবদ্ধতার সমাধান ও পর্যটন খাতকে এগিয়ে নিতে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়কটি মাত্র সাড়ে ৮ কিলোমিটারের। ২০১৮ সালে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। ২০২০ সালের জুন নাগাদ কাজ শেষ করার কথা ছিল। কিন্তু ৭ বছর ২ মাসে নির্মাণকাজ শেষ হয়েছে মাত্র ৪ কিলোমিটার সড়কের। বাকি আরও সাড়ে ৪ কিলোমিটার সড়কের কাজ।
তবে প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিও) নির্বাহী প্রকৌশলী রাজিব দাশ দাবি করেছেন, প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮০ ভাগ। আগামী বছরের জুনে প্রকল্পের পুরো কাজ শেষ হবে।