অভিনয়ের পাশাপাশি গানও ভালো গাইতে জানেন মৌসুমী। সিনেমায় প্লেব্যাকের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে গেয়ে সে প্রমাণ তিনি আগেই দিয়েছেন। আবারও মঞ্চে গাইলেন মৌসুমী। এবার তাঁর সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। গত রোববার নিউইয়র্কের বাফেলোর অ্যালেক্সান্ডার অ্যাভিনিউয়ে প্রবাসীদের আয়োজনে ‘সামার আ ফেস্টিভ্যাল’ শিরোনামের আয়োজনে গান গেয়ে শোনান এই দুই শিল্পী।
অনেক দিন হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় তিনি অংশ নিলেন সামার আ ফেস্টিভ্যালে। আয়োজন শুরু হয় সন্ধ্যায়। নানা আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার ‘ও আমার বন্ধু গো চিরসাথী পথচলার’ গানটি গাইতে গাইতে মঞ্চে আসেন মৌসুমী। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের এই সিনেমা দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মৌসুমী ও সালমান শাহর।