বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা মা হয়েছেন দুই মাসেরও বেশি হয়েছে। তিনি রোববার (২৩ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে তার মাতৃত্বকালীন সময়ের কিছু অদেখা ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। শেয়ার করে পোস্টে এ অভিনেত্রী তার ছোট্ট মেয়ের জন্য একটি বিশেষ বার্তাও দিয়েছেন।
রিচা এবার প্রথমবারের মতো ভারতের কন্যা দিবসটি পালন করেছেন। কারণ তিনি এই প্রথমবার মা হয়েছেন, তার ঘরে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে রিচা তার মাতৃত্বকালীন সময়ের কিছু অদেখা ছবি প্রকাশ্যে এনেছেন। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী জানান, তিনি একদিন তার ছোট্ট মেয়ের সঙ্গে এ ছবিগুলো দেখার জন্য অপেক্ষায় আছেন।