চলমান ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠেয় প্রথম টি-টোয়েন্টির ভেন্যু গোয়ালিয়র। সেদিন শহরটিতে 'বনধ' ডেকেছে দেশটির ধর্মভিত্তিক রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু মঙ্গলবার তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ম্যাচ আয়োজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে হিন্দু মহাসভা। তাদের দাবি, গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর 'নিপীড়ন' করা হয়েছে। সেটার প্রতিবাদে 'বনধ' ডেকেছে তারা।
হিন্দু মহাসভার সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ গণমাধ্যমকে গতকাল সোমবার বলেছেন, 'হিন্দু মহাসভা ম্যাচের দিন "গোয়ালিয়র বনধের" ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এই "বনধের" আওতামুক্ত থাকবে।'