সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো কাটেনি ইংল্যান্ডের। আর এই অবস্থায় গুঞ্জন উঠেছে দলের তারকা লেগস্পিনার আদিল রশিদের অবসর নিয়ে। যদিও অবসর নিয়ে এখনও ভাবেননি বলে জানিয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সি এই স্পিনার। আগামীতে আইসিসি ইভেন্টে লড়তে চান ইংল্যান্ডের হয়ে।
অবসরের গুঞ্জন নিয়ে রশিদ বলেন, ‘আমি এখনও (অবসর) নিয়ে ভাবিনি। আমার কথা হলো-খেলতে থাকুন, উপভোগ করুন, ফিট থাকুন, ভাল বল করুন, জয়ে অবদান রাখুন। বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি - এটাই আমার চূড়ান্ত লক্ষ্য।’
সম্প্রতি ঘরের মাঠে দুটি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে ইংল্যান্ড। তবে এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বলে আত্মবিশ্বাসী রশিদ।
বলেন, ‘দলে বড় পরিবর্তন এসেছে, নতুন ব্যাটার, নতুন বোলার। কাজেই সময় লাগবে। এটি একটি পূর্ণগঠন প্রক্রিয়া। আর এতে সবসময় সময় লাগবে। আমরা বোলিং, ব্যাটিং, কিপিংয়ের ক্ষেত্রে প্রতিটি বেস কভার করেছি। আমাদের সবকিছু আছে। আমাদের এখন যা করতে হবে তা হল ভালো ক্রিকেট খেলতে হবে, উপভোগ করতে হবে, কয়েকটি গেম একসাথে জেতার জন্য এবং তারপরে আমরা চলে যাব।’