চোখে হালকা ধাতব ফ্রেমের বিশেষ চশমা। মাথায় বেসবল ক্যাপ। পরনে কালো রঙের জ্যাকেট। বাঁ হাত পকেটে ঢোকানো। ডান হাতে পিস্তল। চোখেমুখে নির্লিপ্ত ভাব। এভাবেই ট্রিগার চেপে চেপেই প্যারিস অলিম্পিকে ভাইরাল হয়ে গিয়েছিলেন দক্ষিণ কোরীয় পিস্তল শুটার কিম ইয়েজি।
প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে রুপা জেতা কোরীয় নারী শুটারের ভিডিও দেখে মুগ্ধ হয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ভবিষ্যদ্বাণী করেছিলেন ইয়েজিকে নিয়ে। মাস্ক সে সময়ে এক্সে লিখেছিলেন, ‘সে (ইয়েজি) কোনো অ্যাকশন মুভিতে নাম লেখাতে পারে। অভিনয় করার দরকার হবে না!’