নির্বাচন কমিশনের (ইসি) ২৬ কর্মকর্তা পাঁচ বছরের বেশি সময় ধরে ঢাকাতেই কর্মরত রয়েছেন। তাঁরা ঘুরেফিরে ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকা মহানগরের কোনো থানায় বা ঢাকার কোনো উপজেলায় কর্মরত রয়েছেন। একজন ঢাকায় আছেন একটানা ১৬ বছরের বেশি। আরেকজনকে চাকরিতে যোগ দেওয়ার পর ঢাকা ছাড়তে হয়নি।
সাংবিধানিক প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। বদলির বিষয়ে নির্বাচন কমিশন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালায় সুস্পষ্ট কিছু উল্লেখ নেই। ইসির কর্মকর্তারা বলেছেন, বদলির ক্ষেত্রে ইসি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুশাসন অনুসরণ করে। বাংলাদেশ সার্ভিস রুলসে রয়েছে, একই পদে তিন বছর পার হওয়ার আগেই কর্মকর্তাদের নতুন পদে/স্থানে বদলি করতে হবে। তবে সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।