রাজনৈতিক দল করতে চাইলে উপদেষ্টা পদ ছাড়তে হবে : নাগরিক কমিটি

কালের কণ্ঠ প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৬

অন্তর্বর্তী সরকারের কেউ রাজনৈতিক দল করতে চাইলে তাকে উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের সাত দফা বাস্তবায়ন নাগরিক কমিটি। কমিটির পক্ষ থেকে আরো বলা হয়েছে, অপশাসন ও গণহত্যার কারণে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। গণহত্যাকারী রাজনৈতিক দল কখনোই রাজনীতিতে ফিরতে পারে না, আওয়ামী লীগেরও সেই সুযোগ নেই।


আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।

ড. মুহাম্মদ ইউনূসের সাত দফা বাস্তবায়ন নাগরিক কমিটির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হুদা, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি চেয়ারম্যান এস এম শাহাদাৎ, বিএনপির নির্বাহী সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী প্রমুখ।


সভায় বিএনপি নেতা প্রফেসর আসাদুজ্জামান রিপন বলেন, ‘বিশ্বব্যাপী ড. ইউনূসের গ্রহ্যণযোগ্যতা রয়েছে। তার উচিত হবে দেশের এই ক্রান্তিকালে বিদেশ থেকে বিপুল পরিমাণ বিনিয়োগ এনে অর্থনীতিকে সমৃদ্ধ করা।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us