শ্রীলঙ্কার দশম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা অনুড়া কুমারা দিশানায়েকে (৫৫)।
আজ রোববার ভোট গণনা শেষে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
দিশানায়েকে পেয়েছেন গণনাকৃত ভোটের ৪২ দশমিক ৩ শতাংশ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৮ শতাংশ ভোট।
গত কয়েক দশক ধরে অর্থনৈতিকভাবে ভেঙে পড়া দেশে এই প্রথমবারের মতো কোনো বামপন্থী নেতা প্রেসিডেন্ট হলেন। মার্ক্সবাদী দিশানায়েকেকে মূলত অর্থনীতি পুনরুদ্ধার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।