সাগরে পাওয়া গেল ‘বদমেজাজি’ মাছ

প্রথম আলো প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪২

সাগরে এক নতুন ধরনের মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা একে ‘বদমেজাজি চেহারার’ মাছ বলে বর্ণনা করেছেন। তাই এ মাছের নামকরণ করা হয়েছে গ্রাম্পি ডোয়ার্ফগোবি। নতুন পাওয়া এ মাছের প্রজাতির বৈজ্ঞানিক নাম সুয়েভিওতা এথন।


লোহিত সাগরের প্রবালপ্রাচীরের মধ্যে পাওয়া গেছে এ মাছের সন্ধান। প্রবালপ্রাচীরের ছোট ছোট গর্ত ও ফাটলের ভেতর মাছগুলোর বসবাস। গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকেরা বলেন, মাছটির মুখের গঠন এমন, যেন দেখে মনে হয় এটি রেগে আছে ও অখুশি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us