ই-কমার্স জায়ান্ট অ্যামাজন নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল (চ্যাটবট) অ্যামেলিয়া উন্মোচন করেছে, যা প্লাটফর্মটির স্বতন্ত্র বিক্রেতাদের ব্যবসা পরিচালনায় সহায়তা করবে। টুলটির সাহায্যে বিক্রেতারা ব্যবসায়িক হিসাবনিকাশ, পণ্যের বিজ্ঞাপনসহ নানা কাজে সহায়তা পাবেন। খবর রয়টার্স।
অ্যামেলিয়ার সাহায্যে তাৎক্ষণিক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তা হতে পারে ছুটির দিনের প্রস্তুতি সম্পর্কে, ব্যবসায়িক কার্যক্রম কেমন চলছে, কত পণ্য বিক্রি হলো, ওয়েবসাইটে কত মানুষের আনাগোনা হচ্ছে ইত্যাদি। বিশ্লেষকরা মনে করছেন, পদক্ষেপটির মাধ্যমে কার্যক্রমকে বড় পরিসরে স্বয়ংক্রিয় করার পথে বেশখানিকটা এগিয়ে যাবে অ্যামাজন।