৪৫তম দাবা অলিম্পিয়াডে চমক দেখালেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। ওপেন বিভাগে গত রাতে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছেন এই ফিদে মাস্টার।
দশম রাউন্ডে ইসরায়েল প্রতিপক্ষ হওয়ায় খেলায় অংশ নেননি গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, যে কারণে চার বোর্ডের মধ্যে তিন বোর্ডে খেলা হয়। প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হেরে যান।
আর চতুর্থ বোর্ডে তাহসিন তাজওয়ার জিয়াও জয়ের নায়ক হতে পারেননি। কিন্তু নীড় ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে (২৫৪৩ রেটিং) হারিয়ে দেখালেন চমক।