ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির (এএপি) অন্যতম নেতা অতিশী মারলেনা সিং।
দিল্লির মদ নীতি মামলায় এএপির নেতা অরবিন্দ কেজরিওয়াল জামিনে কারাগার থেকে বের হয়ে আসার পরা গত মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এর চারদিন পর শনিবার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হওয়া সবচেয়ে তরুণ নেতা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শপথ নেওয়ার আগে অতিশী ও তার নতুন মন্ত্রীসভার সদস্যরা কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন।