দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ

বণিক বার্তা প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪২

বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের দাম চলতি সপ্তাহে আগের তুলনায় দশমিক ৮ শতাংশ বেড়েছে। গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) আন্তর্জাতিক নিলামে দামের এ ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়। এর আগের সপ্তাহে দুগ্ধজাত পণ্যের দাম দশমিক ৪ শতাংশ কমে গিয়েছিল। খবর এনজেড হেরাল্ড, অ্যাগ্রিল্যান্ড।


ফন্টেরার (নিউজিল্যান্ডের কৃষকদের মালিকানাধীন একটি বহুজাতিক ডেইরি প্রতিষ্ঠান) ফার্মগেট দুধের মূল্যে সবচেয়ে বড় প্রভাব ফেলে ননিযুক্ত গুঁড়া দুধ। জিডিটিতে চলতি সপ্তাহে পণ্যটির দাম বেড়েছে আগের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ। টনপ্রতি গড়মূল্য পৌঁছেছে ৩ হাজার ৪৪৮ ডলারে। এর আগের নিলামে পণ্যটির দাম ২ দশমিক ৫ শতাংশ কমে গিয়েছিল। অন্যদিকে ফন্টেরার দ্বিতীয় বৃহত্তম রেফারেন্স পণ্য ননিছাড়া গুঁড়া দুধের মূল্য ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। গড় মূল্য পৌঁছেছে টনপ্রতি ২ হাজার ৮০৯ ডলারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us