স্বামী নিয়মিত গোসল করেন না, তাই ডিভোর্সের আবেদন করেছেন ভারতীয় এক নারী। উত্তর প্রদেশের আগ্রার বাসিন্দা রাজেশের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ, তিনি মাসে দু-একবার গোসল করেন। বিয়ের ৪০ দিনের মাথায় এমন অভিযোগ তুলে ডিভোর্সের আবেদন করেছেন ওই নারী।
ওই নারীর অভিযোগ, গোসল না করায় রাজেশের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, যা তার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তার জোরাজুরিতে বিয়ের পর ৪০ দিনে মাত্র ছয়বার গোসল করেছেন রাজেশ। এ বিষয়ে রাজেশের বক্তব্য, তিনি শুদ্ধির জন্য সপ্তাহে একবার শরীরে পবিত্র গঙ্গাজল ছেটান।
গোসল করা নিয়ে একাধিকবার ঝগড়ার পর রাজেশের স্ত্রী আগ্রার পারিবারিক পরামর্শ কেন্দ্রে ডিভোর্সের আবেদন করে তার বাবার বাড়িতে চলে যান। এ অবস্থায় ওই নারীর পরিবার স্থানীয় থানায় রাজেশের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের মামলা করেছে।