প্রথমবারের মত সপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেট্রোরেলে চড়ার সুযোগ পেয়ে বিভিন্ন বয়সি যাত্রীরা স্বস্তির কথা শুনিয়ে এই ব্যবস্থা স্থায়ী করার দাবি তুলেছেন।
আগেই জানানো হয়েছিল শুক্রবারও চলবে মেট্রোরেল। তবে পুরো দিন নয়, বেলা ৩টা থেকে রাত পর্যন্ত। খবর পেয়ে মেট্রোতে চড়তে আসা যাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। স্টেশনে স্টেশনে ছিল উপচেপড়া ভিড়।
ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনের মধ্যে আগুন দেওয়া হয় মেট্রোরেলের কয়েকটি স্টেশনে, যেগুলো কয়েক সপ্তাহ বন্ধ ছিল। শুক্রবার চালু হয়েছে কাজীপাড়া স্টেশনটি।