পারিশ্রমিক নিয়ে ঝামেলার কারণে বন্ধ হয়ে গেছে সোহম চক্রবর্তী ও ইধিকা পাল অভিনীত টালিউড ছবি ‘বহুরূপ’-এর শুটিং। গত মাসেই শুরু হয়েছিল ছবিটির শুটিং।
অথচ বলা হয়েছিল এই ছবিতে সোহমকে নতুনভাবে দেখা যাবে। সোহমের এই চরিত্রের বিপরীতে অভিনয় করবেন নায়িকা ইধিকা পাল। ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়।
তবে বহুরূপের শুটিং বন্ধের বিষয়টি ভারতীয় গণমাধ্যমে অস্বীকার করেছেন পরিচালক আকাশ মালাকার; কিন্তু বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করে নেন তিনি।