পাকিস্তানের সব ক্ষেত্রেই দাপট দেখিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে সেই চিরায়ত দৃশ্য। ১৪৯ রানে থেমে যেতে হয়েছে নাজমুল হোসেন শান্তদের। আজ এমন ব্যাটিংয়ে বেশ হতাশ সফরকারীরা।
ম্যাচ শেষে সেই হতাশায় দেখা গেল তাসকিন আহমেদের কণ্ঠে। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশি পেসার বলেছেন, ‘আমাদের ব্যাটিং পুরোপুরি হতাশাজনক হয়েছে। পেসাররা কিছু সহায়তা পেয়েছে।’
গতকাল প্রথম দিনে দুর্দান্ত বোলিংয়ে হাসান মাহমুদ ভারতের ব্যাটিং লাইনআপ কাঁপিয়ে দিয়েছিলেন। কিন্তু সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন দুর্দান্ত জুটি গড়ে দিনটি বাংলাদেশের হতে দেননি। সেটিই পার্থক্য গড়ে দিয়েছে মনে করেন তাসকিন। সঙ্গে তাঁর কণ্ঠে ভালো বোলিংয়ের আনন্দ থাকলেও ব্যাটিং নিয়ে হতাশার কথা শোনা গেল, ‘গতকাল আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু অশ্বিন ও জাদেজার ভালো ব্যাটিং দিন শেষে পার্থক্য গড়ে দিয়েছে। আজকেও আমাদের (বোলিংয়ে) শুরুতে ভালো সেশন কেটেছে। সব মিলিয়ে আমরা ভালো বল করেছি। কিন্তু দলে হিসেবে ব্যাটিং নিয়ে আমরা পুরোপুরি হতাশ।’