তিন সংস্করণে বল হাতে সেরা সময় পার করছেন জসপ্রীত বুমরা। চেন্নাই টেস্টেও নিজের ছন্দ ধরে রেখেছেন এই পেসার। অসাধারণ বোলিংয়ে নিয়েছেন বাংলাদেশের চারটি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরা পৌঁছে গেছেন ৪০১ উইকেটে।
৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে ৩ উইকেট দরকার ছিল বুমরার। বাংলাদেশের ইনিংসের ৩৭ তম ওভারে হাসান মাহমুদকে ফিরিয়ে সেই কীর্তি অর্জন করেন ৩০ বছর বয়সী এই পেসার।
২০১৬ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বুমরার। চার শ উইকেট নিতে তাঁর লেগেছে ১৯৬ ম্যাচ ও ২২৭ ইনিংস। ভারতের দশম বোলার এবং ষষ্ঠ পেসার হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি।