গুগল সার্চে কার্যকর ও নির্ভুল ফলাফল পাওয়ার উপায়

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৯

আজকের দিনে যেকোনো ধরনের তথ্য কিংবা ছবি খুঁজে পাওয়ার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো সার্চ ইঞ্জিন গুগলে সেটার হদিস জানার চেষ্টা করা। তবে গুগলে সাধারণভাবে কিছু সার্চ দিলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার সম্ভাবনা কমে আসে। এ কারণে আরও কার্যকর ও নির্ভুল ফলাফল পেতে কয়েকটি সাধারণ কৌশল অবলম্বন করা যায়—


নির্দিষ্ট বাক্যাংশ খুঁজতে কোটেশন মার্কস ব্যবহার করা


আপনি যদি নির্দিষ্ট একটি বাক্যাংশ খুঁজতে চান, তাহলে কোটেশন মার্কস (" ") ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, "বাংলা সাহিত্য" লিখে সার্চ করলে আপনি শুধু সেইসব ফলাফল পাবেন যেখানে এই দুটি শব্দ একসঙ্গে আছে।


নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তথ্য খুঁজতে সাইট অপারেটর ব্যবহার


কোনও নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তথ্য খুঁজতে হলে 'site:' অপারেটর ব্যবহার করুন। যেমন- thedailystar.net সাইটের জন্য যদি আপনি thedailystar.net সাইট থেকে 'political news' খুঁজতে চান, তাহলে লিখুন site:thedailystar.net political news।


bangla.thedailystar.net সাইটের জন্য যদি আপনি bangla.thedailystar.net সাইট থেকে 'অর্থনীতির খবর' খুঁজতে চান, তাহলে লিখুন site:bangla.thedailystar.net অর্থনীতির খবর।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us