ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহ মাত্র যে চারটি বছর কাজ করেছিলেন, তাতেই হয়েছিলেন খ্যাতিমান, নব্বইয়ের শুরুতে দেশের সিনেমাঙ্গনকে দেখিয়েছিলেন নতুন দিশা। সেই নায়কের কর্ম ও ব্যক্তিজীবনের নানা ঘটনা তুলে ধরতে তার জীবনী নিয়ে সিনেমা তৈরি হতে চলেছে।
এই বায়োপিক নির্মাণ করবেন পরিচালক ছটকু আহমেদ, যিনি সালমানের জনপ্রিয় সিনেমা ‘সত্যের মৃত্যু নেই’র নির্মাতা।
ছটকুর ভাষ্য, বায়োপিক নির্মাণের এই কাজটি হাতে নিয়েছি প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।