গত বছর জুলাইয়ে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে দারুণ সময় কাটছে ভারতের ওপেনার যশস্বী জয়সোয়ালের। ১০ টেস্টে এখন পর্যন্ত ১৭ ইনিংসে তাঁর রানসংখ্যা ১০৮৪। ৫ ফিফটি ও সেঞ্চুরি ৩টি। চেন্নাই টেস্টে আজ প্রথম দিনে ফিফটি তুলে নেওয়ায় রেকর্ড বইয়ের একটি পাতায় জায়গাও করে নিলেন এই বাঁহাতি ওপেনার।
ভারতের হয়ে এত দিন অভিষেকের পর থেকে ঘরের মাঠে টানা সবচেয়ে টেস্টে অন্তত একবার ৫০ ছাড়ানোর রেকর্ড ছিল রুশি মোদির দখলে। ১৯৪৬ থেকে ১৯৫২ সালের মধ্যে ১০ টেস্ট খেলা রুশি অভিষেকের পর ঘরের মাঠে টানা ৫ টেস্টে ৫০ ছাড়ানো ইনিংস খেলেছিলেন। জয়সোয়াল আজ ৫৬ রানের ইনিংস খেলে এই তালিকায় মোদিকে টপকে গেলেন।
অভিষেকের পর থেকে ঘরের মাঠে টানা ৬ টেস্টে অন্তত একবার ন্যূনতম ৫০ রানের ইনিংস খেললেন জয়সোয়াল। প্রশ্ন হলো, এই তালিকায় শীর্ষে কে? উত্তর হলো, এক বাংলাদেশি!