অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তী সহিংসতা ও কার্যকারণ অনুসন্ধান

ঢাকা পোষ্ট খন্দকার ফারজানা রহমান প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৭

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, বিশেষ করে ২০২৪ সালের শিক্ষার্থী-নেতৃত্বাধীন বিক্ষোভের ঘটনার পরে ও  অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বেশকিছু সহিংসতা এবং অপরাধের ঘটনা ঘটেছে। যেমন কোনো নিৰ্দিষ্ট দলের অনুসারীদের ওপর আক্রমণ, স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্রমাগত লাঞ্ছনা এবং কিছু ক্ষেত্র বিশেষে হত্যা ও গুমের ঘটনাও মিডিয়ায় এসেছে।


সমাজের এই ট্রানজিশন সময়ে শুধুমাত্র যে সামাজিক কারণেই অপরাধ ঘটছে তা নয় বরং আমি মনে করি, বাংলাদেশে রাজনৈতিক এই পট পরিবর্তনের সাথে সাথে বেশকিছু সাংস্কৃতিক ও কাঠামোগত পরিবর্তন হওয়া শুরু করেছে এবং হচ্ছে, যার ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের অপরাধ আমরা দেখতে পাচ্ছি।


অর্থাৎ এই ঘটনাগুলো সামাজিক-রাজনৈতিক কারণ, সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিক্রিয়া এবং সাংস্কৃতিক পরিবর্তনগুলোর জটিল পারস্পরিক ক্রিয়া প্রতিফলিত করে যা অপরাধমূলক আচরণ এবং সমষ্টিগত ভিন্নমত বোঝার কেন্দ্রবিন্দু। কয়েকটি মূল অপরাধমূলক তত্ত্ব ব্যবহার করে এর ব্যাখ্যা ও বিশ্লেষণ করা যেতে পারে।



২০২৪ বিক্ষোভের পটভূমি


২০২৪ সালে বাংলাদেশ শিক্ষার্থীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ দেখেছিল, যা পরবর্তীতে সরকার পতন এবং রাজনৈতিক ও সামাজিক সংস্কারের আহ্বান জানিয়ে একটি উল্লেখযোগ্য আন্দোলনে পরিণত হয়েছিল। এই বিক্ষোভগুলো প্রাথমিকভাবে সরকারের চাকরির কোটা পদ্ধতি সম্পর্কিত অভিযোগের জন্য শুরু হয়েছিল, যা শিক্ষার্থীরা অন্যায্য এবং স্বজনপ্রীতি হিসেবে বিবেচিত হয়েছিল।


যাই হোক, আন্দোলনটি দ্রুত ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি জনগণের অসন্তোষের বিস্তৃত অভিব্যক্তিতে পরিণত হয়, বিশেষ করে দুর্নীতি, গণতান্ত্রিক পশ্চাদপসরণ, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে এবং আন্দোলনের সময় নির্বিচারে সাধারণ মানুষ মেরে ফেলার কারণে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন এবং পদ্ধতিগত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে সংস্কারের সূচনার মধ্যে বিক্ষোভের সমাপ্তি ঘটে।


স্ট্রেন থিওরি এবং সামাজিক আন্দোলনে যুবকের ভূমিকা


২০২৪ সালের শিক্ষার্থী বিক্ষোভের জন্য সবচেয়ে প্রযোজ্য অপরাধমূলক তত্ত্বগুলোর মধ্যে একটি হলো রবার্ট মার্টনের স্ট্রেন তত্ত্ব। এই তত্ত্বটি যুক্তি দেয় যে অপরাধ এবং বিচ্যুতির ফলাফল যখন ব্যক্তিরা বৈধ উপায়ে সামাজিকভাবে অনুমোদিত লক্ষ্যগুলো অর্জন করতে অক্ষম হয়, তখন অনেক সময়, সমাজ নির্ধারিত পন্থার বাইরে গিয়ে সামাজিক লক্ষ্যগুলো অর্জন করার চেষ্টা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us