মাত্র একদিন আগের সিরিজ পেজার বিস্ফোরণের পর এবার লেবাননজুড়ে ওয়াকিটকি বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরণে আরও ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৫০ জন। এই ওয়াকিটকিগুলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ব্যবহার করত বলে জানা গেছে। লেবানিজ সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বুধবার বিকেলে বৈরুত, দক্ষিণ লেবানন এবং বাক্কাজুড়ে ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। এই বিস্ফোরণে সারা দেশে গাড়ি, মোটরবাইক, দোকান এবং বাড়িঘরে আগুন ধরে যায় এবং অন্তত ১৪ জন নিহত ও প্রায় ৪৫০ হাজার আহত হয়। তবে আহতদের বেশির ভাগই সামান্য আঘাত পেয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।