৩. শরীরিক চাহিদার পার্থক্য
ম্যারিজ ডটকমে প্রকাশিত গবেষণা অনুসারে, পুরুষদের অন্য নারীর প্রতি আকৃষ্ট হওয়ার একটি অন্যতম প্রধান কারণ হলো—মাতৃত্ব, বয়সজনিত বা অন্য কোনো কারণে নারী সঙ্গীর শারীরিক পরিবর্তনকে স্বাভাবিকভাবে মেনে নিতে না পারা। দুজনের শারীরিক চাহিদার পার্থক্যও অনেক সময় তৃতীয় পক্ষকে সম্পর্কে আমন্ত্রণ জানায়।
৩. অতীতের ছাপ
বিয়ের আগে গভীর প্রেমের সম্পর্কেও জড়ান কেউ কেউ। সব সম্পর্ক যে বিয়ের পরিণতিতে পৌঁছতে পারে, তেমনটা তো নয়। পরিণতি না পাওয়া সেই সম্পর্ক ‘ভুলে গিয়ে’ অন্য কাউকে বিয়ে করে সাময়িকভাবে সুখীও হন কেউ। তবে জীবনের কোনো এক মোড়ে দাঁড়িয়ে তিনি হয়তো পুরোনো সম্পর্কের নস্টালজিয়ায় ভুগতে পারেন। যদি তাঁর প্রাক্তনের সঙ্গে সাদৃশ্য রয়েছে—এমন কারও সঙ্গে পরিচয় হয়, তাহলেও কিন্তু তিনি নতুনভাবে এই মানুষটির প্রেমে পড়তে পারেন। আবার অনেকে তো সরাসরি প্রাক্তনকে মন আর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ‘আনব্লক’ করে নতুন করে সম্পর্কটা চালু করেন। অতীতের ছাপ এভাবেও পড়তে পারে বর্তমানে!