নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেখিয়েছে দারুণ এক ভিন্নতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ফুটেজ প্রকাশ করে, বিশ্বের বিভিন্ন দেশে থাকা কয়েকজন প্রবাসীর মুখে ঘোষিত হলো বিশ্বকাপ দল। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের রেমিট্যান্সের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিসিবিও তাঁদের গুরুত্ব ও শ্রদ্ধার সঙ্গে নিয়ে এসেছে সামনে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশেই। সরকার পরিবর্তন ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে আইসিসি ভেন্যু সরিয়ে নেয় সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বকাপের আয়োজক স্বত্ব থাকছে বাংলাদেশের কাছেই।
সেসব হতাশা অবশ্য দূর হয়ে যেতে পারে, যদি নিগার সুলতানা জ্যোতিরা মাঠের খেলায় অসাধারণ কিছু করে ‘ধাঁধার’ উত্তর মিলাতে পারেন! ২০১৪ সালের পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের জয় যেন সোনার হরিণ। তারপর কুড়ি ওভারের চারটি বিশ্বকাপে ১৬টি ম্যাচ খেলেছে তারা, হারের বৃত্ত থেকে আর বের হওয়া গেল না।