কক্সবাজারের টেকনাফের নাফনদীর ওপারে মিয়ানমারের ‘লালদিয়া চর’ নিয়ন্ত্রণে তীব্র সংঘাত চলছে। এই সংঘাতে ছোড়া গুলি আঘাত হানছে টেকনাফ স্থলবন্দর, বাড়িতেও। এতে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।
নাফনদীর মিয়ানমার জলসীমানায় পূর্ব পাশে অবস্থিত লালদিয়া নামের চরটি টেকনাফের জালিয়ারদিয়া এলাকার খুব নিকটবর্তী। বুধবার দুপুর ১২টা থেকে সেখানে শুরু হওয়া গোলাগুলি বিকাল ৩টা পর্যন্তও অব্যাহত ছিল।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, লালদিয়া চরে অবস্থানরত রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনকে (আরএসও) হঠিয়ে আরেক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি চরটির নিয়ন্ত্রণ নিতে চায়।