টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিক মহাসাগরে ডুব দেওয়া পর্যটকবাহী ডুবোযান টাইটানের খোঁজ এখনও মেলেনি। টাইটান যে ধ্বংস হয়ে গেছে, তা নিশ্চিত। পাঁচ আরোহী যে আর বেঁচে নেই, তা নিয়েও নেই সংশয়। সম্প্রতি এ নিয়ে শুরু হয়েছে শুনানি।
শুনানিতে জানা গেছে, টাইটান বিস্ফোরিত হওয়ার আগে পাঁচ সদস্যের ক্রুদের কাছ থেকে আসা শেষ বার্তার মধ্যে একটি ছিল ‘সব ঠিকঠাক আছে’।
মার্কিন কোস্টগার্ডের তদন্তকারীরা বলেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে টাইটান ও এর মাদার শিপ অর্থাৎ কানাডার পতাকাবাহী জাহাজ ‘পোলার প্রিন্স’-এর সঙ্গে যোগাযোগের মধ্যে এটিই ছিল শেষ বার্তা।