চুল ঝরতে শুরু করলে আমরা সকলেই উদ্বিগ্ন হয়ে পড়ি৷তবে পুরুষদের মধ্যে চুল দ্রুত উঠে যাওয়া বা টাক পড়ার সমস্যা গুরুত্বপূর্ণ৷ অনেক পুরুষের মধ্যেই দেখা যায় ৩০-৩৫ বছর বয়সের পর থেকেই তাদের মাথার চুল উঠে যেতে শুরু করেছে৷চলুন জেনে নিই-ঠিক কী কারণে পুরুষদের মধ্যে টাক পড়ার প্রবণতা দেখা যায়৷
ছেলে-মেয়ে উভয়েরই চেহারার সার্বিক সৌন্দর্যের জন্য মাথার চুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ মাথার চুল কেমন, পুরু না পাতলা, সিল্কি না রুক্ষ, এই সব কিছুই সংশ্লিষ্ট ব্যক্তির চেহারাকে নিয়ন্ত্রণ করে৷