স্বৈরাচার আবিষ্কার, সরকার পতনের একদফা-এসব ইস্যু শুরু থেকে ছাত্রদের বিবেচনায় ছিল না। বিবেচনায় ছিল সরকারি চাকরিতে বিদ্যমান কোটাব্যবস্থার সংস্কার করে বৈষম্যমুক্ত অবস্থা তৈরি করা। পুরোনো দাবিই নতুন করে উপস্থাপিত হয়েছিলমাত্র।
আমরা মনে করি, আওয়ামী লীগ সরকার আলোচনা করে, দাবি মেনে আন্দোলনের অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের ঘরে ফেরাতে পারত। কিন্তু স্বৈরাচারী মনোভাবে সবাইকে তুচ্ছজ্ঞান করার কারণে শেষে সব লেজেগোবরে হয়ে যায়। দিনে দিনে সামগ্রিকভাবে বৈষম্যবিরোধী আন্দোলন গণ-আন্দোলনে রূপ নেয়। এর শেষ পরিণতি তো আমরা দেখলামই।