দেশে ক্ষমতার স্বাভাবিক হস্তান্তর হয়নি। ক্ষমতার স্বাভাবিক হস্তান্তরের পরও ২০০১ সালে আমরা অবশ্য একটা ভিন্ন পরিস্থিতি দেখেছিলাম। রাজনৈতিক প্রতিপক্ষের ওপর ব্যাপক হামলা-নির্যাতন ঘটে তখন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণকারী তত্ত্বাবধায়ক সরকার শুরুতেই ব্যাপক রদবদল করে প্রশাসনে।
তারপরও অভিযোগ উঠছিল, প্রশাসনে দলীয় প্রভাব রয়েই গেছে। কারণ পূর্ববর্তী সরকার এক মেয়াদেই এত দলীয়করণ করেছিল যে, অদলবদল করে যাকেই বসানো হতো, দেখা যেত, তিনি ওই সরকারের আস্থাভাজন! তা সত্ত্বেও প্রশাসনকে দ্রুত সক্রিয় করে এগিয়ে যেতে ব্যর্থ হয়নি তখনকার সরকার। নির্বাচন কমিশনও কঠোর অবস্থান নিয়েছিল। সন্ত্রাসী ও গডফাদার দমন করে নির্বাচনের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে পেরেছিলেন তারা। তবে ওই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল ক্ষমতা হস্তান্তরকারী আওয়ামী লীগ। তারা বিরোধী দল হিসাবে সংসদে গিয়ে বসেওছিলেন।