১৫-২০ বছর ধরে আমাদের বনসাই (খর্বাকৃতির গাছ) করে রাখা হয়েছে। ভালো কিছু ভাবতে পারছি না, বড় কল্পনা করতে পারছি না। আমরা যদি বড় কল্পনা করতে না পারি, তবে বড় হবো কীভাবে? জাতিকে বুঝতেই দেওয়া হয়নি যে আমরা সমৃদ্ধ জাতি।
জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
ফারুক ই আজম একজন মুক্তিযোদ্ধা। মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। দুই মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন জাগো নিউজের সঙ্গে। দুই পর্বের সাক্ষাৎকারের আজ থাকছে প্রথম পর্ব। এ পর্বে দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোর সংস্কার, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, প্রকল্পের অনিয়ম-দুর্নীতি, ভূমিকম্পের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন উপদেষ্টা। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মাসুদ রানা।