যুক্তরাষ্ট্রে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রেসিডেন্ট প্রার্থীদের নিশানা করে সহিংসতা বন্ধ ছিল কয়েক দশক। কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে দুইবার তেমন পরিস্থিতি দেখল আমেরিকানরা; দুইবারই হামলার শিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মাঝ জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনি প্রচারে বক্তব্য রাখার সময় তাকে লক্ষ্য করে চালানো গুলি ডান কান ছুঁয়ে যায়। পরে স্নাইপারের গুলিতে ২০ বছর বয়সী হামলাকারী নিহত হন।
দুই মাস বাদে রোববার বিকালে ফ্লোরিডায় এক গলফ রাউন্ড চলাকালে ফের ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয় জানিয়ে এফবিআই বলছে, সন্দেহভাজন ব্যক্তিকে তারা নিজেদের হেফাজতে নিয়েছে।