সোমবারের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানা হারিকেন ফ্রান্সিনের প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত নিয়ে শঙ্কার কারণে আজ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম আজ ১৬ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৯১ ডলারে উঠেছে। এ ছাড়া জ্বালানি তেলের আরেক মানদণ্ড ডব্লিউটিআই ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৪৩ ডলারে উঠেছে।