এক দশক আগে তুমুল জনপ্রিয় গেম ‘ফ্ল্যাপি বার্ড’ মুঠোফোনে খেলেননি এমন মানুষের সংখ্যা বেশ কম। গেমটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে মুঠোফোন ব্যবহারকারীদের ওপর আসক্তি তৈরির অভিযোগ উঠেছিল। আর তাই ২০১৩ সালে বাজারে আনার এক বছর পরই অ্যাপ স্টোর ও গুগল প্লে থেকে গেমটি সরিয়ে ফেলছিলেন এর নির্মাতা ডং নগুয়েন।
তবে এক দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফ্ল্যাপি বার্ড খেলার সুযোগ দিতে উদ্যোগ নিয়েছেন গেমটির বেশ কিছু অনুরাগী। এ জন্য তাঁরা গঠন করেছেন ফ্ল্যাপি বার্ড ফাউন্ডেশন। এরই মধ্যে গেমটেক হোল্ডিংস থেকে ফ্ল্যাপি বার্ডের স্বত্ব অধিগ্রহণও করেছে ফাউন্ডেশনটি।