টানা তিন দিনে খুলনায় ৩২৬ মিলিমিটার বৃষ্টিতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে ভেসে গেছে নয় উপজেলার ৬০ শতাংশ মাছের ঘের। এর পাশাপাশি মাঠের আমন ধানসহ অন্য বিভিন্ন সবজি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টাতেই খুলনায় মোট বৃষ্টি হয়েছে ১৫৪ মিলিমিটার। আজ সারাদিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার খুলশীবুনিয়া গ্রামের কৃষক প্রসাদ রায় বলেন, 'আমাদের পারিবারিক ১৯ বিঘার আমন ধানের মাঠের প্রায় পুরোটাই জলের নিচে চলে গেছে। বাড়িলাগোয়া তিন বিঘা মাছের ঘেরের আইলের ওপর যেসব সবজি লাগানো ছিল, সেগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।'