কান বন্ধ হয়ে গেলে কী করবেন

প্রথম আলো প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৭

কানের মধ্যভাগ বা মধ্যকর্ণ আমাদের নাকের পেছনের দিকে ইউস্টেশিয়ান টিউব নামের নল দিয়ে সংযুক্ত থাকে। তাই এর মধ্যে প্রতিবন্ধকতা ঘটলে কান বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে কানে ভারী ভাব বা চাপ অনুভূত হয়। বিভিন্ন কারণে এ নল বন্ধ হয়ে যেতে পারে, যার মধ্যে কানে খইল জমা থেকে শুরু করে কানের সংক্রমণ অন্যতম। আবার কানের ভেতর চাপের আকস্মিক পরিবর্তন থাকতে পারে।

উপসর্গ
মাথাঘোরা, কাশি, কানে ব্যথা ও কান ভারী লাগা, আক্রান্ত কানে চুলকানি, কান থেকে তরল নির্গমন বা দুর্গন্ধ বের হওয়া, বহিরাগত শব্দের উৎস ছাড়াই কানে গুঞ্জন (ভোঁ ভোঁ) বা ফড়ফড় শব্দ হওয়া, শ্রবণে অসুবিধা বা কম শোনা।



কারণ
কানের নালির বাইরের দিকটি ত্বক দিয়ে আচ্ছাদিত থাকে, যার মধ্যে খইল নিঃসরণের গ্রন্থি রয়েছে। কানের গভীর অংশ, যেমন কর্ণপটকে এ খইল ও ক্ষুদ্র ক্ষুদ্র চুল ধুলা এবং অন্যান্য বাইরের কণার


ক্ষতি থেকে সুরক্ষিত রাখে। খইলের একটি সামান্য পরিমাণ নিয়মিত কানের বাইরের অংশের দিকে বের হয় আর নতুন খইল তার স্থান নেয়। তবে এ খইল অতিরিক্ত পরিমাণে নিঃসরণ হলে বা উপযুক্তভাবে পরিষ্কার করা না হলে তা জমতে শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us