ত্রাণের টাকা কোথায়, জানালেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪০

দেশের ১১ জেলায় বন্যার্তদের সহায়তায় তোলা ত্রাণের টাকা কোথায় আছে, সেটি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি বিবৃতি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।


বন্যার্তদের মধ্যে বিতরণের পর ত্রাণ হিসেবে পাওয়া অবশিষ্ট টাকা কোথায় আছে, তা নিয়ে গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছিলেন।


এ অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফেইসবুকে এক পোস্টে বিষয়টি স্পষ্ট করেন হাসনাত।


ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, “গত ৪ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামি ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে।”



২০ অগাস্ট থেকে দেশের ১১ জেলায় বন্যা ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যার কেন্দ্র হয়ে ওঠে ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসি।


গত ৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, গণত্রাণ কর্মসূচিতে মোট অর্থ সংগ্রহ হয়েছে ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us