বাফুফেতে সালাউদ্দিনের ১৬ বছর : ব্যর্থতা আর বিতর্কের পাল্লা ভারী

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৩

কিংবদন্তী ফুটবলার কাজী সালাউদ্দিন ২০০৮ সালে বাফুফে সভাপতি নির্বাচিত হন। টানা চার মেয়াদে ফুটবলের সর্বোচ্চ পদে রয়েছেন। গতকাল শনিবার বাফুফে ভবনে পঞ্চম মেয়াদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। এরই মধ্য দিয়ে কাজী সালাউদ্দিন নামের দীর্ঘ এক অধ্যায়ের শেষের শুরু হলো বাংলাদেশের ফুটবলে। জনপ্রিয়তার শিখরে থেকে সমালোচিত হয়ে বিদায় নেওয়ার নানা প্রেক্ষাপট ১৬ বছরের ঘটনাগুলোকে বিশ্লেষণ করেছেন ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের।


সভাপতি নির্বাচনের নেপথ্যে


১৯৮৪ সালে ফুটবলার হিসেবে অবসর নেন সালাউদ্দিন। ১৯৯৪ সাল পর্যন্ত কোচিংয়ে ছিলেন। আবাহনী, জাতীয় দল, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রে কোচিং করিয়েছেন। এরপরের দশ বছর একেবারে ফুটবল থেকে বিচ্ছিন্ন ছিলেন। ২০০৩ সালে বাফুফে সহ-সভাপতি নির্বাচিত হয়ে জাতীয় দল কমিটির চেয়ারম্যান মনোনীত হন। আমিরুল ইসলাম বাবুকে জাতীয় দলের ম্যানেজার নিয়ে তৎকালীন সভাপতি এসএ সুলতানের সঙ্গে মনোমালিন্যের পর সহ-সভাপতি থেকে পদত্যাগ করেন। 



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us