বয়স বাড়লে স্মৃতির পাতা ধীরে ধীরে খালি হতে থাকে। তবে স্মৃতিভ্রংশের সমস্যার দায় সব সময় শুধু বয়সের নয়। ডিমেনশিয়া, পার্কিনসন্সের মতো কঠিন রোগও বয়সকালে ধরা দেয়। আর সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, ভয়ঙ্কর এই রোগগুলির ঝুঁকি ৭৬ শতাংশ বাড়িয়ে তুলছে রোজের গ্যাস-অম্বলের সমস্যা।
৯৩৫০ জনের আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট এই গবেষণায় সাহায্য করেছে। রিপোর্টে দেখা গিয়েছে, বেশির ভাগেরই আলসার কিংবা এই ধরনের সমস্যা রয়েছে। দীর্ঘ গবেষণা করে জানা গিয়েছে, এই ধরনের রোগ পার্কিনসন্সের ঝুঁকি বৃদ্ধি করে। এই গবেষণা প্রকাশিত হয়েছে 'আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক ওপেন রিসার্চার্স' পত্রিকায়। বয়সজনিত কিংবা স্নায়ুজনিত এই রোগের উৎস শুধু মস্তিষ্ক নয়, অন্ত্রও এই ধরনের রোগের উৎসস্থল।