দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। এ ঘটনা ঘটে মিশরের আল সারকিয়ায়।
শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রেন দুর্ঘটনা স্থল আল সারকিয়া গর্ভনেটরের রাজধানী ঝাগাজিয়ায় ৩০টি অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম পাঠানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আহতদের উদ্ধার করে আল-আজহার এবং ঝাগাজিয়া বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।