শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তারের নানা অভিযোগ উঠেছে। এতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওই শোকজ নোটিশ দেওয়া হয়। তাদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে তা চিঠিতে বলা হয়নি। তবে স্থানীয় একটা পক্ষ বলছে সরকারি বাসস্ট্যান্ডে জমি দখল করার অপরাধে তাদের ওই নোটিশ দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের প্যাডে দেওয়া ওই শোকজ নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান মনি।
ওই দুই নেতা হলেন, শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও গোসাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাশেদুজ্জামান রাসেল ও শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম।